41292

10/26/2025 শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

জেলা সংবাদদাতা, নেত্রকোনা

২৩ আগস্ট ২০২৫ ১৯:০৫

নেত্রকোনায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এরশাদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত এরশাদ আলী সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চল্লিশা বাজার এলাকার একটি কওমি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে প্রতিবেশী এরশাদ আলীর সামনে যায়। তাকে সোনার আংটি ও একশ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় এরশাদ আলী। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এ বৃদ্ধ।

পরে কান্নাজড়িত কণ্ঠে শিশুটি মায়ের কাছে ঘটনা খুলে বলে। শিশুটির কাপড় রক্তে ভেজা দেখে তার মা বিষয়টি প্রতিবেশীদের জানিয়ে মেয়েকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, “শিশুটির মা গতকাল রাতে ধর্ষণের মামলা দায়ের করেছেন। শিশুটি হাসপাতালে ভর্তি আছে। আজ ডাক্তারি পরীক্ষার জন্য অনুরোধ করা হবে। পাশাপাশি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]