41275

08/24/2025 কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে এক পরিবারের ৪ জন আহত

কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে এক পরিবারের ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৫ ১৬:৪৫

রাজধানীর কেরানীগঞ্জে মডেল টাউনের একটি বহুতল ভবনের নিচতলায় এসি বিস্ফোরণে একই পরিবারে চারজন আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ মামুন, তার স্ত্রী লাকি আক্তার, ছেলে মিহাদ ও সিয়াম। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহত লাকীর বোন ফারিয়া জানান, তার বোন লাকি আক্তার পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রাতের বেলা নিচতলার একটি এসি বিস্ফোরণ হয়। এতে দোতলায় তার বোনের বাসা পর্যন্ত আগুন চলে যায়।

ফারিয়া বলেন, ‘ওই সময় লাকি বা পরিবারের কারও শরীরে আগুন লাগেনি বা দগ্ধ হয়নি। কিন্তু সকাল থেকে তাদের শ্বাসের সমস্যা শুরু হয় এবং মুখ দিয়ে থুতুর সঙ্গে কালো ছাইয়ের মতো আসতে থাকে। যার কারণে আমি ওই বাসায় গিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসি।’

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত ৩টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]