41258

08/24/2025 সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বৈঠক করতে ঢাকায় আসছে বিএসএফ

সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বৈঠক করতে ঢাকায় আসছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১৪:১২

৫৪ তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ঢাকার পিলখানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদর দপ্তরে হবে এই সম্মেলন।

আজ শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। সম্মেলনে কোনসব ইস্যু নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে— তা ও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এই ইস্যুগুলো হলো— সীমান্ত এলাকায় বিএসএফ কর্মী ও বেসামরিক ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশভিত্তিক দুষ্কৃীতিকারীদের হামলা ঠেকানো, আন্ত সীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, বাংলাদেশ-ভারত সীমান্তে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) এর বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি।

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলনটি হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কোলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।

উল্লেখ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]