41212

08/22/2025 সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার : ইসি সানাউল্লাহ

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৫ ১৯:৪৮

আগামী রোববার (২৪ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন।

বিকেল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোডম্যাপ নিয়ে রোববার ব্রিফ করা হতে পারে।

এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত আছেন।

বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর, সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]