সাভার একাধিক ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি সাভারের আশুলিয়া থানার বাইপাইল এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃত রাব্বি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্নস্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।