বলিউড বাদশাহ শাহরুখ খানকে ঘিরে গত ৪৮ ঘণ্টায় ফের শোরগোল। কারণ এবার তিনি হাজির হয়েছেন ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ প্রজেক্টের প্রচারে।
নেটফ্লিক্সের আয়োজিত সেই অনুষ্ঠানে হাজির হয়েই দর্শক-ভক্তদের মন জয় করলেন কিং খান।
সিরিজ প্রিভিউ প্রকাশের পর থেকেই আরিয়ানকে অনেকেই বাবার মতো ‘কপিক্যাট’ আখ্যা দিয়েছেন। তবে মঞ্চে শাহরুখ জানালেন, এই কাজের পেছনে ছেলের অনেক পরিশ্রম রয়েছে। সেইসঙ্গে নিজের বলিউড জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নিলেন সবার সঙ্গে।
তবে সবার আগে তিনি পরিষ্কার করলেন সাম্প্রতিক আলোচনার বিষয়টি। কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল, শাহরুখ অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। শুটিং সেটে চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সেই গুঞ্জনেরই উত্তর দিলেন নিজে।
ছেলের ওয়েব সিরিজের অনুষ্ঠানে গ্র্যান্ড এন্ট্রির পর শাহরুখ খান বললেন, “আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে—আমার হাতে কী হয়েছে? চোট লেগেছিল, আর বড় একটা অপারেশন হয়েছে। সুস্থ হতে এক-দু’মাস লেগে যাবে। তবে জাতীয় পুরস্কার নিতে একটা হাতই যথেষ্ট। আসলে অধিকাংশ কাজই আমি এক হাত দিয়েই করি। শুধু একটি কাজেই আমার দুই হাত লাগে—সেটা হল আপনাদের ভালোবাসা।”
শাহরুখের এই রসিকতামিশ্রিত জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভক্তরা বলছেন, বয়স যতই বাড়ুক, বলিউড বাদশাহর স্টাইল আর মঞ্চকাঁপানো ক্যারিশমা এখনও অটুট।
এসএন/রুপা