41084

11/02/2025 ওয়ারী থেকে ৪ হাজার ইয়াবাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার

ওয়ারী থেকে ৪ হাজার ইয়াবাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৫ ১৫:২৩

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ মো. তারেক (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ।

গত রাতে ওয়ারী থানা এলাকায় অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। ডিবি জানায়, এসময় নবাবপুরের কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তাদের কাছে তথ্য ছিল—কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকায় প্রবেশ করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানায়, সে কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে অধিক মূল্যে বিক্রি করত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]