সম্প্রতি বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁর ছোট ভাই ফয়সাল খান। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন জেসিকা নামের এক সাংবাদিকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আমির। তাঁদের ঘরে একটি ছেলে সন্তান আছে। ফয়সালের বিস্ফোরক অভিযোগের পর অভিনেতার ছেলের খোঁজ শুরু করা হয়। অবশেষে আমিরের সন্তানের খোঁজ মিলেছে এবং তাঁর নাম পরিচয় জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমির খানের কথিত সন্তানের মা জেসিকা হাইনস যুক্তরাজ্যের একজন সাংবাদিক ও লেখক। তিনি বলিউড বেশ পরিচিত মুখ। নব্বই দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার জন্য ভারতে আসেন। সেই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়, ‘গুলাম’ (১৯৯৮) সিনেমার শুটিংয়ের সময় আমির খানের সঙ্গে পরিচয় জেসিকার।
২০০৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিন দাবি করে, জেসিকা-আমির দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। সম্পর্কে থাকাকালীন জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন গর্ভপাতের পরামর্শ দেন আমির। কিন্তু জেসিকা অভিনেতার কথায় রাজি হননি। বরং সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের শুরুতে একটি পুত্রসন্তানের জন্ম দেন জেসিকা। যার নাম রাখেন জান।
পুত্রসন্তান থাকলেও আমির তা কখনও প্রকাশ করেননি! এমনকি জেসিকাও তাঁর সন্তানের দাবিতে কখনও কথা বলেন! ২০০৭ সালের দিকে জেসিকা যুক্তরাজ্য ব্যবসায়ী উইলিয়াম ট্যালবোটকে বিয়ে করেন।
জেসিকার পুত্র জানের কিছু ছবি নিয়ে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনেও ফিচার হয়েছে। এরপর অনেকে জানের সঙ্গে আমির খানের চেহারার মিল রয়েছে বলেও দাবি করেছেন।
এসএন/রুপা