40951

10/24/2025 ঢাকায় কমবে তাপমাত্রা হতে পারে বৃষ্টি

ঢাকায় কমবে তাপমাত্রা হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৫ ১১:০০

ঢাকায় সামান্য তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।

সংস্থাটি আরও জানায়, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]