40929

08/18/2025 সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু

জেলা সংবাদদাতা, ভোলা

১৮ আগস্ট ২০২৫ ১৮:২২

ভোলার তজুমদ্দিন উপজেলায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মো. নাছির (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত নাছির ওই গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং দুই সন্তানের জনক। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাছির স্থানীয় বজলু পাটোয়ারীর সুপারি বাগানে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবার জানিয়েছে, তিনি নিয়মিত মাদক সেবন করতেন। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এর আগের দিন রোববার বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের একটি খাল থেকে মো. কাজল (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কাজলকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ‘রিকশাচালক কাজলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]