40924

08/18/2025 ‘লিচুর বাগান’ গানের পর্যায়ে পড়ে না: সাদিয়া তানজিন

‘লিচুর বাগান’ গানের পর্যায়ে পড়ে না: সাদিয়া তানজিন

বিনোদন ডেস্ক

১৮ আগস্ট ২০২৫ ১৭:৫৭

গেল কোরবানি ঈদে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন শাকিব খান। ছবির ‘লিচুর বাগান’ গানটিও ভাইরাল। এ গানের মাধ্যমে শাকিব-সাবিলার রসায়ন প্রথম উন্মুক্ত করা হয়। তবে ‘লিচুর বাগান’কে গানের পর্যায়-ই রাখছেন না অভিনেত্রী সাদিয়া তানজিন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে’ এই গানটা। আমার খুবই বিরক্ত লাগে গানটা শুনলে।’’

এমন মন্তব্যের বিপরীতে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘কেন?’, জবাবে সাদিয়া বলেন, ‘জানি না। এটা একটা গান হলো! এগুলো আসলে গানের পর্যায়ে পড়ে না। এগুলো হয়তো ভিউয়ের জন্য কিংবা মানুষকে মাস্তি বা আনন্দ দিতে বানানো হয়েছে।’

এরইমধ্যে ‘তাণ্ডব’ মুক্তির দুই মাস চলে গেছে। ছবিটি ওটিটি মাধ্যমে চলছে। একইসঙ্গে তিন ওটিটিতে দেখা যাচ্ছে কিং খানের সিনেমা।

শাকিব ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমার অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]