40903

08/18/2025 ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু প্রাক্তন বিশ্বসুন্দরীর

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু প্রাক্তন বিশ্বসুন্দরীর

বিনোদন ডেস্ক

১৮ আগস্ট ২০২৫ ১৬:০৮

গেল ১২ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।

রাশিয়ায় ঘটেছে দুর্ঘটনাটি। এ সময় স্বামী টেভর ওবলাস্টের গাড়িতে ছিলেন তিনি। মাঝ রাস্তায় একটি হরিণের সঙ্গে ধাক্কা লাগতেই ঘটে দুর্ঘটনা। স্বামীসহ মারাত্মকভাবে আহত হন সেনিয়া। দুজনকেই তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন এ সুন্দরী।

সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেন, “মুহূর্তে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবটা ঘটে যায়। আমার আর কিছু করার ছিল না। ধাক্কা লেগে গাড়ির সামনে এসে পড়ে হরিণটি। আমিও আর সামলাতে পারিনি। ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। ওর মাথা ফেটে গিয়েছিল বীভৎস ভাবে, রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।”

৫ জুলাই দুর্ঘটনা ঘটে। এদিন স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সেনিয়া। হরিণের সঙ্গে ধাক্কা লাগতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। বন্য পশুটির লাথিতে ফেটে যায় সেনিয়ার মাথা। শুরু থেকেই আশঙ্কাজনক ছিল তার শারীরিক অবস্থা। দীর্ঘ এক মাস হাসপাতালে থেকে মারা যান তিনি।

সেনিয়া বিশ্বসুন্দরীর খেতাব জেতেন ২০১৭ সালে। রাতারাতি বেশ পরিচিতি পেয়েছিলেন এ সুন্দরী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]