গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় একটি কারখানার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বিল্লাল হোসেন (৩২) নাটোরের বড়াইগ্রাম থানার নৌপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, বিল্লাল হোসেন শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় ভাড়া বাসায় থেকে লান্তাভুর অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করতেন।
সকালে তিনি কারখানার দেয়ালসংলগ্ন গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহের ভালুকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।