রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের খবরে আমরণ অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে তারা অনশন ভাঙেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী ঢাকা পোস্টকে বলেন, বিশেষ সূত্রে সকলেই জানতে পেরেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন পেয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন।
শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছিলেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, প্রতীকী ক্লাস, সাংস্কৃতিক কর্মসূচি, মহাসড়ক অবরোধ, রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়।
১৬ আগস্ট বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা গণঅনশন শুরু করেন এবং দুপুরে তা আমরণ অনশনে রূপ নেয়। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ২০ জনের মতো শিক্ষার্থী অসুস্থ হন।।
শিক্ষার্থীদের দাবি ছিল - ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে। রোববার দুপুরে একনেক সভায় প্রকল্প অনুমোদনের ঘোষণা আসার পর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং টানা আন্দোলনের সমাপ্তি ঘটে।