40788

08/18/2025 উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত, বিকেলে চিকিৎসা বোর্ডের মিটিং

উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত, বিকেলে চিকিৎসা বোর্ডের মিটিং

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৫ ১৩:৩৬

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা নিয়ে বোর্ড মিটিংয়ে বসছেন চিকিৎসকরা। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

রোববার (১৭ আগস্ট) সংবাদ মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। আজ বিকেল ৩টায় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে, চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]