40773

08/17/2025 কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৫ ১২:২২

চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে উপদেষ্টাকে ঢাকা আনা হয় বলে জানা গেছে।

কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে যান। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]