40739

08/17/2025 সুইডেনে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবষর্ণে প্রাণ গেল যুবকের

সুইডেনে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবষর্ণে প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট ২০২৫ ১৯:০৯

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওরেব্রোতে কটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় ২৫ বছর বয়সী যুবক নিহত। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) ওরেব্রো বোগলুন্ডসাঙ্গেন এলাকার ওরেব্রো মসজিদে জুম্মার নামাজের কিছুক্ষণ পরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১.৪৫ মিনিটে তাদের কাছে গুলির খবর জানানো হয়। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছ দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান এবং বিকেল ৫ টা ৩০ মিনিটের দিকে তাদের মধ্যে একজন মারা যান।

হত্যা, হত্যার চেষ্টা এবং গুরুতর অস্ত্র সংক্রান্ত অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে আক্রমণটি ‘অপরাধী নেটওয়ার্ক ও গ্যাং-সম্পর্কিত’।

পুলিশের মুখপাত্র অ্যান্ডার্স ডাহলম্যান সাংবাদিকদের বলেন, ‘অপরাধী এখনও পলাতক। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। কর্মকর্তারা সাক্ষীদের সাক্ষাৎকার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহসহ ব্যাপক তদন্তমূলক কাজ পরিচালনা করছেন।’

এদিকে সুইডিশ ইসলামিক ফেডারেশনের সভাপতি তাহির আকান বলেন, এই গুলিবর্ষণ মসজিদ বা মুসল্লিদের লক্ষ্য করে পরিচালিত হয়নি। দুই ভুক্তভোগীর সঙ্গে অপরাধীর ‘ব্যক্তিগত বিরোধ’ ছিল এবং তারা শুক্রবারের নামাজ থেকে বেরিয়ে আসার সময় তাদের গুলি করা হয়।

কর্তৃপক্ষ এলাকাটি এখনও অবরুদ্ধ করে রেখেছে, বেশ কয়েকটি উদ্ধারকারী ইউনিট, পুলিশ অফিসার এবং অ্যাম্বুলেন্স সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া সাধারণ জনগণকে আশেপাশের এলাকা এড়িয়ে চলার এবং রাস্তা অবরোধ মেনে চলার আহ্বান জানিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]