40725

08/17/2025 দুই শিশুকে হত্যা করে বালিচাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার ১

দুই শিশুকে হত্যা করে বালিচাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার ১

জেলা সংবাদদাতা, রংপুর

১৬ আগস্ট ২০২৫ ১৭:৫১

রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালিচাপা দেওয়ার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

গ্রেফতার মনু মিয়া (২৮) একই উপজেলার সিটপাইকন এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের পর গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় সকালে খেলতে বের হয়। এর পর তারা আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির একদিন পর বুধবার দুপুরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই গর্ত থেকে আব্দুর রহমানের মরদেহও উদ্ধার করে। পরে নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার পর র‌্যাব নিজ উদ্যোগে ছায়া তদন্ত শুরু করেন। পরবর্তীতে রংপুর ও গাজীপুর ক্যাম্পের একটি চৌকস যৌথ অভিযানিক দল ১৫ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে চাঞ্চল্যকর দুই শিশু হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মো. মনু মিয়াকে গ্রেফতার করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার ব্যক্তিকে গংগাচড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]