40682

08/16/2025 ১০ ঘণ্টা পরও নির্বাপণ হয়নি চট্টগ্রামে ঝুট গুদাম–প্লাস্টিক কারখানায় আগুন

১০ ঘণ্টা পরও নির্বাপণ হয়নি চট্টগ্রামে ঝুট গুদাম–প্লাস্টিক কারখানায় আগুন

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

১৬ আগস্ট ২০২৫ ১২:৫৯

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ২টার দিকে শুরু হওয়া আগুন ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপণ করা যায়নি। এতে দুটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, রাত ৪টা ৪৫ মিনিটের পর থেকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শুক্রবার দুপুর পর্যন্ত আগুন নির্বাপণের কাজ অব্যাহত ছিল। চন্দনপুরা, লামারবাজার, আগ্রাবাদ ও কালুরঘাট স্টেশনের ৯টি ইউনিট এতে অংশ নেয়। এখনও আগুন নির্বাপণের কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সেস রোডের আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানাটি ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় দমকলকর্মীদের বেগ পেতে হয়েছে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]