40631

08/14/2025 এপিএ'র পরিবর্তে জিপিএমএস কাঠামো অনুমোদন

এপিএ'র পরিবর্তে জিপিএমএস কাঠামো অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৫ ১৮:২৪

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর পরিবর্তে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি গভর্নেন্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) কাঠামো অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি অফিসগুলোর কর্মসম্পাদন ব্যবস্থাপনার লক্ষ্যে প্রস্তাবিত ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি [গভর্নেন্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস)]’ কাঠামো অনুমোদন করা হয়েছে। কাঠামোর মূল বৈশিষ্ট্য হলো- প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগ তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং প্রত্যেক অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা বাস্তবায়ন করবে, যেখানে আউটপুট অর্জন ও গুণগতমান উভয় মাপকাঠি বিবেচিত হবে।

এতে আরও জানানো হয়, মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক পরিকল্পনা বিশেষজ্ঞ দল যাচাই, মূল্যায়ন ও প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ প্রদান করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অবসরপ্রাপ্ত ও কর্মরত সরকারি এবং বেসরকারি কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক বিশেষজ্ঞ দল (থার্ড পার্টি) প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগের কৌশলগত বিষয়ের প্রতিবেদন মূল্যায়ন করবে।

মূল্যায়নের জন্য মন্ত্রণালয় বা বিভাগসমূহের কার্যক্রমের ধরন অনুসারে ৭টি গুচ্ছ বা ক্লাস্টারে ভাগ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]