40465

08/14/2025 হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন, জেমসও জিজ্ঞেস করলেন জায়েদ খানকে

হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন, জেমসও জিজ্ঞেস করলেন জায়েদ খানকে

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৫ ১৩:৪৬

এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। সম্প্রতি নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের মাধ্যমে প্রথমবার হোস্ট হিসেবে অভিষেক হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি শো ছিল জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের। সেই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে তাঁর পাশে ছিলেন জায়েদ খান। সেই অভিজ্ঞতা নিজের ফেসবুকে শেয়ার করেছেন জায়েদ।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) জেমসের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জায়েদ লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাইনা। আপনার আদর, স্নেহ,শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে।আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।’

জায়েদ খানকে যে জেমস ভীষণ পছন্দ করেছেন সে কথা আয়োজক শুভ কামালের কথাওতে স্পষ্ট। জায়েদের হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন এ কথাও মজা করে জানতে চেয়েছেন জেমস।

অনুষ্ঠান আয়োজক শুভ বলছেন, ‘জায়েদ খান ভাই থাকলে যেকোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদকে পছন্দ করেন। জায়েদ খান পরে আমাকে বললেন- দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনো শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপন ভাবে কথা বলেন।’

বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমা দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]