40275

10/25/2025 জনপ্রিয় র‍্যাপারকে গুলি করে হত্যা

জনপ্রিয় র‍্যাপারকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২৫ ১০:৩৯

আমেরিকার আটলান্টায় নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন জনপ্রিয় র‍্যাপার টেভিন হুড। জানা গেছে, তাঁকে একাধিক গুলি করা হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানর আগেই তিনি মারা যান।

আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাপার টি-হুডকে গুলি করা হয়েছে। ওই সময় তাঁর বাড়িতে পার্টি চলছিল। কিন্তু এ সব প্রতিবেদনের দাবি অস্বীকার করেছেন র‍্যাপারের মা।

টি-হুডের মৃত্যুতে শোকাহত তাঁর সংগীত প্রযোজক ডিডটউইল। এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘আমরা সারাদিন ফোনে কথা বলতাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছ। শান্তিতে থাকো টি-হুড। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয় ভাই।’

এদিকে টি-হুডের প্রেমিকা কেলসিও একটি দীর্ঘ নোট লিখে গায়কের মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেন, ‘প্রথমত, আমাকে অনেক পক্ষ থেকে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। আমি আর বসে থাকতে পারছি না। আমার জীবনের ভালোবাসা চলে গেছে। যে মানুষটির সঙ্গে আমি প্রতি রাতে শুয়ে থাকতাম। তাঁকে জড়িয়ে ধরতাম। সে আর এখানে নেই।’

আত্মহত্যা করেছেন জনপ্রিয় ব্যান্ড গায়ক
দেশটির পুলিশ সূত্র নিশ্চিত করেছেন, গত দুইদিনে অপরাধীকে এখনও গ্রেফতার করা সম্ভাব হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]