40246

08/13/2025 সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন সৌদির নারী

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন সৌদির নারী

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২৫ ১৭:০০

সৌদি আরবে নিজের সতীন ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভার দান করে বাঁচিয়েছেন এক নারী। শনিবার (৯ আগস্ট) সংবামাধ্যম ওকাজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

বার্তাসংস্থাটি বলেছে, মাজেদ বালদাহ আল-রোকি নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে যুক্তরাষ্ট্রেও নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এতে কাজ হয়নি।

দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদির কষ্ট লাঘবে তিনি তার নিজের একটি কিডনি দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ওই সময় তাকে চমকে দিয়ে তার প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি জানান, সতীনের জীবন বাঁচানোর জন্য তিনি তার লিভারের ৮০ শতাংশ দান করবেন।

মাজেদ বলেন, “যখন দ্বিতীয় স্ত্রীকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেই, তখন প্রথম স্ত্রীকে বলি… যদি অস্ত্রোপচারের সময় আমার কিছু হয় তখন তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখবে। কিন্তু আমি তখন অবাক হই, যখন সে জানায় তাগরিদকে বাঁচাতে সে তার লিভারের ৮০ শতাংশ দান করবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জন্য এ সিদ্ধান্ত নিয়েছিল।”

মেডিকেল পরীক্ষায় টিস্যুর সামঞ্জস্যতা নিশ্চিত হওয়ার পর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। যা সফলও হয়।

স্থানীয় মানুষ সতীনের জন্য নৌরার এমন স্বার্থহীন কাজের প্রসংশা করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]