40014

08/07/2025 লালন ব্যান্ডে আসছে পাগল হাসানের ‘বাগানের মালি’

লালন ব্যান্ডে আসছে পাগল হাসানের ‘বাগানের মালি’

বিনোদন ডেস্ক

৭ আগস্ট ২০২৫ ১১:২২

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও গীতিকার পাগল হাসানের মৃত্যুর প্রায় দেড় বছর পর তাঁর গান ‘বাগানের মালি’ নিয়ে আসছে ব্যান্ড ‘লালন’। বর্তমানে পাগল হাসানের গানটি নিয়ে কাজ করছে ব্যান্ড লালন। শিগগিরই গানটি অন্তর্জালে মুক্তি পাবে বলে জানিয়েছে ব্যান্ড সদস্যারা।

‘লালন’ ব্যান্ডের নিগার সুলতানা সুমি বলেন, ‘বাগানের মালি গানটি প্রয়াত গীতিকার ও সুরকার পাগল হাসানের সঙ্গে ব্যান্ড লালনের কোলাবরেশন করে তৈরি করা। গানটি পুরোপুরি তৈরি। আশা করছি শিগগিরই প্রকাশ করতে পারব।’

সুমির কারণে লালন ব্যান্ড ছাড়লেন তিতি!
‘লালন’ ব্যান্ডের তিতি বলেন, ‘এই গানটি যখন তৈরি হচ্ছিল তখন পাগল হাসানের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। তাঁর সঙ্গে যৌথভাবে বেশ কিছু গানের পরিকল্পনা করেছিলাম। সে সময় আমাদের মধ্যে নতুন কিছু করার আনন্দ ছিল। আমরা নিজেরাও খুঁজছিলাম নিজেদের স্টাইলের বাইরে কিছু গান করার। সেই প্রয়াস থেকেই বাগানের মালি গানটি করেছিলাম।’

‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি/ তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি’—এমন কথার গানটি পাগল হাসান বেঁচে থাকতে তাঁর সঙ্গে যৌথভাবে কোলাবরেশন করেছে ব্যান্ড লালন। এর আগে ব্যান্ড লালনের জন্য তিনটি গান লিখেছিলেন পাগল হাসান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]