39988

08/07/2025 ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

বিনোদন ডেস্ক

৬ আগস্ট ২০২৫ ১৮:৪৬

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেত্রী লামিমা ইসলাম ওমরাহ হজ পালন করেছেন। সম্প্রতি তিনি পবিত্র সৌদি আরবের মক্কায় গিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বুধবার (৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কার কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে হাজিদের পোষাকে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবির ক্যাপশনে লামিমা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি ওমরাহ করতে পেরেছি। এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। সবার দোয়া চাই।”

‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান লামিমা। ছোট পর্দার এই অভিনেত্রী মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।

অনেক ভক্ত ও অনুসারী তার এই সফরের জন্য শুভকামনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রশংসার পাশাপাশি অনেকে লিখেছেন, “আপনার এই পরিবর্তন ও পথচলা আমাদের অনুপ্রাণিত করে।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]