রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে সকাল ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট যায়। বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। বাকি দুটি ইউনিট স্ট্যান্ডবাই ছিল।
এদিকে, আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মতে, ভবনটি ঝুঁকিপূর্ণের তালিকায় অর্ন্তভুক্ত ছিল। এমনকি ভবনে আগুন নিরোধক কোনো কিছুই ছিল না।
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।