39492

08/01/2025 ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নতুন হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নতুন হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৫ ২১:৩৬

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন হামলার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল-মার্কিন বোমা হামলার পর নতুন করে হুমকির প্রেক্ষিতে মস্কোর পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হলো।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দেশ দুটি এই বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও সই করেছে।

বুধবার (৩০ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, পারমাণবিক স্থাপনায় বোমা হামলা সাধারণ ঘটনা নয়। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন

তিনি উল্লেখ করেন, এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকিগুলোকেও উপেক্ষা করা যাবে না। এর ন্যায্যতাও দেওয়া যাবে না।

জাখারোভা আরও বলেন, তেহরান এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করার পূর্বশর্ত হলো একটি টেকসই শান্তি মীমাংসা এবং ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]