39482

08/01/2025 ৭৪ রানে অলআউট অস্ট্রেলিয়া, পাকিস্তানের বড় জয়

৭৪ রানে অলআউট অস্ট্রেলিয়া, পাকিস্তানের বড় জয়

ক্রীড়া ডেস্ক

৩০ জুলাই ২০২৫ ১৮:৩২

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে মাত্র ৭৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতল পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের সাইদ আজমল একাই নিয়েছেন ৬ উইকেট।

মঙ্গলবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫-এর ১৪তম লিগ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। লেস্টারে টস হেরে ব্যাট করতে নেমে সাইদ আজমলের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১১.৫ ওভারে মাত্র ৭৪ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার হয়ে দুই অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন কেবল বেন ডাঙ্ক (২৬) ও কালাম ফার্গুসন (১০)। শন মার্শ ৭, ক্রিস লিন ৬, ডার্সি শর্ট ২, বেন কাটিং ৫, পিটার সিডল ৫, স্টিভ ও'কিফ ১ ও ব্রেট লি ১ রানের যোগদান রাখেন। রানের খাতা খুলতে পারেননি ড্যান ক্রিশ্চিয়ান ও ন্যাথন কুল্টার নাইল।

পাকিস্তানের হয়ে সাইদ আজমল ৩.৫ ওভারে মাত্র ১৬ রানে ৬ উইকেট শিকার করেন। তিনি ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম বলে সাজঘরে ফেরান যথাক্রমে বেন ডাঙ্ক, ড্যান ক্রিশ্চিয়ান ও ডার্সি শর্টকে। এছাড়া পাকিস্তানের হয়ে ১১ রানে ২টি উইকেট নেন ইমাদ ওয়াসিম। সোহেল তনভীর ও সোহেল খান একটি করে উইকেট নেন। উইকেট পাননি শোয়েব মালিক।

টার্গেট তাড়া করতে নেমে ৭.৫ ওভারে কোনো উইকেটে না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৭৩ বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারায় তারা। ২৩ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন শার্জিল খান। ২৬ বলে ২৮ রান করে নট-আউট থাকেন শোয়েব মাকসুদ। ম্যাচসেরা হন সাইদ আজমল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]