39270

07/27/2025 সেটা পুরুষরাও করেন, দোষ হয় নারীদের : কাজল

সেটা পুরুষরাও করেন, দোষ হয় নারীদের : কাজল

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২৫ ১০:৫০

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় কাজলের নতুন ছবি ‘সারজামিন’। এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানে তাকে প্রশ্ন করা হয় সাম্প্রতিককালে তারকাদের চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে। আর সেগুলো নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই জবাব দেন কাজল।

কাজল বলেন, ‘আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনো বড় বিষয় নয় বলেই আমার মনে হয়।’

কাজল বলেন, ‘তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু নারীরাই নন, পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না দোষ খোঁজা হয় না। তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনো নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন।’

অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই। এবং, এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনো ভয়ানক বিষয় নয়।’

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]