39235

07/27/2025 বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: ফখরুল

বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫ ১৩:৫৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলে বলে যে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণের প্রতিনিধি নির্বাচন করব কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লেমন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

ফখরুল বলেন, রাতারাতি সংস্কার হয় না। কয়েকটি বৈঠক করে এটা সম্ভব না। একটা প্রক্রিয়ার মধ্যে দিতে সংস্কার করতে হয়।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ জানে না। তারা চায় তিনি যাকে ভোট দিবেন তিনিই তার প্রতিনিধি হবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির এই শীর্ষ নেতা বলেন, পত্রিকা খুললে বিভিন্ন ধরনের খবর আসে। যা বিএনপি রাজনীতির সঙ্গে যায় না। দলটির যা করবেন তাদের সৎ হতে হবে।

‘কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই’

আজ ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‌‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশ ও আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]