হারের বৃত্ত থেকে কিছুতেই বেরোতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়া ছাড়াও টেস্ট সিরিজে তারা অস্ট্রেলিয়া কাছে ধবলধোলাই হয়েছিল। সেখানে পাত্তা না পাওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া করেছে ক্যারিবীয়রা। যদিও এখনও দুটি ম্যাচ বাকি। ২১৫ রানের লক্ষ্য তাড়ায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে স্বাগতিকদের হার নিশ্চিত করেন অজি ব্যাটার টিম ডেভিড।
ডানহাতি এই ব্যাটারের বিধ্বংসী ইনিংসে ২৩ বল এবং ৬ উইকেট হাতে রেখেই সফরকারী অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছে যায়। এর আগে তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে উইন্ডিজরা ৪ উইকেটে ২১৪ রান তোলে। অবশ্য তাদের পুঁজিটা আরও বড় হতে পারত। ওপেনিং জুটিতে ১১.৪ ওভারে ১২৫ রান তুলেছিলেন ব্রেন্ডন কিং ও শাই হোপ। এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান পাননি।
৫৭ বলে ৮ চার ও ৬টি ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন উইন্ডিজ অধিনায়ক হোপ। এর আগে কিং ৩৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৬২ রান করে আউট হন। শেষ দিকে ইনিংস বড় করতে পারেননি আর কোনো উইন্ডিজ ব্যাটার। ফলে তাদের পুঁজিটা আরও বড় করতে পারেনি। অজিদের হয়ে একটি করে উইকেট শিকার করেন নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও মিচেল ওয়েন।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা আশানুরূপ হয়নি অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ৭ বলে ২০ রান করে আউট হয়ে যান। অল্প সময়ের ব্যবধানে আরেক ওপেনার মিচেল মার্শ ২২ এবং জশ ইংলিস ফেরেন ১৫ রানে। তবে তাদের আগ্রাসী ব্যাটিংয়ে অজিদের রানের গতিটা কক্ষপথেই ছিল। তবে মূল ঝড়টা শুরু হয় ডেভিড ক্রিজে আসার পর। ৩৭ বলে ৬টি চার ও ১১ ছক্কায় অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন তিনি। যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এতদিন রেকর্ডটি ছিল ইংলিসের (৪৩ বলে সেঞ্চুরি)।
৪২ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এদিনই প্রথম ছয় নম্বর ব্যাটিং পজিশনের আগে নেমেছিলেন ডেভিড। তার প্রতিদানও দিয়েছেন মাত্র ১৬ বলে ফিফটি হাঁকিয়ে। যা অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম। এর আগে মার্কাস স্টয়নিস ১৭ বলে ফিফটি করেছিলেন। অবশ্য বিধ্বংসী রূপ ধারণের আগে ডেভিড প্রথম ৮ বলে মাত্র ৫ রান করেছিলেন। ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয়ে তার ব্যাটে এসেছে ১১টি ছক্কা। যা অস্ট্রেলিয়ার হয়ে এক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করার পথে অ্যারন ফিঞ্চ ১৪টি ছয় হাঁকান।
ডেভিড ছাড়াও শেষদিকে অস্ট্রেলিয়ার হয়ে আজ ১৬ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মিচেল ওয়েন। দুজনের জুটিতে এসেছে ১২৮ রান। যা ফরম্যাটটিতে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ। এমন ঝোড়ো ব্যাটিং জুটিই অজিদের টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে। উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড।
এসএন /সীমা