মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেশবাসীর কাছে প্রকৃত তথ্য উন্মোচন করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিহত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব থেকে চাইলেও অনেক কিছু এড়িয়ে যেতে পারে না। পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে বিভিন্নভাবে পরিবারের পাশে দাঁড়ানোর সরকারের নৈতিক দায়িত্ব।’
এ্যানি বলেন, ‘বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এ দুর্ঘটনা ও বেদনাদায়ক পরিস্থিতির দিকে তাদের কোনো নজর ছিল না। বরং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আরেকটা ষড়যন্ত্র তারা শুরু করেছেন।’
‘আমরা সব রাজনীতি দল এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কোনোভাবে ফ্যাসিস্ট যেন আর সুযোগ না পায় এদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, সজাগ থাকতে হবে। আমরা সতর্ক আছি।’
তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আমার যদি ঐক্যবদ্ধ থাকি এদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।’
বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা কেবল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন নাই, তারা শহীদ হয়েছেন উল্লেখ করে এ্যানি বলেন, ‘এসব পরিবারের পাশে আমরা আছি এবং আমরা থাকবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা তাদের বাড়িতে যাচ্ছি, পরামর্শ দিচ্ছি। আমরা অন্তত সান্ত্বনাটুকু দিচ্ছি।’
তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনায় আগে তদন্ত কমিটি করে দুর্ঘটনাটি কেন হয়েছে তা জানতে হবে, কারণ জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ নিয়ে আমাদেরকে আরও সজাগ ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্ঘটনা বিষয়ে অনুসন্ধান করে তথ্য দেশবাসীর কাছে উন্মোচন করতে হবে।’
তদন্তের তথ্য বেরিয়ে আসলে সেখানে কোনো কিছু করণীয় থাকলে শক্ত হাতে মোকাবেলা করার জন্য আহ্বান জানান তিনি।
এ সময় সঙ্গে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী সাধন সিরাজসহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।