39031

07/22/2025 আহতদের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহ করছে সন্ধানী

আহতদের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহ করছে সন্ধানী

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৫ ২০:৩৯

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে আহতদের জীবন বাঁচাতে জাতীয় বার্ন ইন্সটিটিউটের মূল ফটকের পাশে অস্থায়ী বুথ বসিয়ে রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।

সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন ইন্সটিটিউট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিমান দুর্ঘটনার পরপরই সন্ধানীর একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে পৌঁছে যান। আহতদের চিকিৎসায় যেন দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা যায়—সেই লক্ষ্যে তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন গ্রুপের রক্ত সংগ্রহ ও প্রাথমিক সংরক্ষণ কার্যক্রম শুরু করেন।

এই টিমের নেতৃত্ব দিচ্ছেন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি তাসকিন। তিনি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রস্তুতি নিই। এরপর ঘটনাস্থলে এসে রক্তদাতাদের সহায়তায় কাজ শুরু করি। কার কোন গ্রুপের রক্ত লাগবে, সেটা জানার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, আমাদের সংরক্ষণে সব গ্রুপের রক্তই রয়েছে। যাদের বাসা দূরে তাদের রক্ত আমরা এখনি টেনে রাখছি৷ আর যারা আশেপাশেই থাকবেন তাদের রক্ত আগামীকাল নেওয়া হবে। আগামীকাল থেকে প্লাজমাটা বেশি প্রয়োজন হবে। তবে প্লাজমার পৃথক করার মেশিন আমাদের অস্থায়ী বুথে নেই।

জানা গেছে, সন্ধানীর অন্তত ১৫ জন স্বেচ্ছাসেবক এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছেন। তারা রক্তদাতাদের রক্ত সংগ্রহ করছেন, সংরক্ষণ করছেন, এমনকি কিছু হাসপাতালের সঙ্গে সমন্বয় করে পাঠানোর ব্যবস্থাও করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]