38857

07/18/2025 ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ইউলিয়া স্ভিরিডেনকো

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ইউলিয়া স্ভিরিডেনকো

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১৯:৩৬

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ৩৯ বছর বয়সী ইউলিয়া স্ভিরিডেনকো। গত মঙ্গলবার ডেনিস শ্যামিহাল প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করল ইউক্রেনের পার্লামেন্ট।

কিয়েভের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রয়োজনীয় ২২৬ জনের মধ্যে মোট ২৬২ জন এমপি ইউলিয়া স্ভিরিডেনকোর নিয়োগের পক্ষে ভোট দেন। ২২ জন সংসদ সদস্য এর বিরোধিতা করেন।

আজকের পার্লামেন্ট অধিবেশনে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী বাদে অন্যান্য সরকারি মন্ত্রীদের মনোনয়নও উপস্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থীতা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কাছে জমা দিতে হবে।

এর আগে, ১৪ জুলাই জেলেনস্কি ইউলিয়া স্ভিরিডেনকোকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব করেন। ১৬ জুলাই পার্লামেন্টে প্রার্থিতা জমা দেন স্ভিরিডেনকোর। একই দিন রাডা আনুষ্ঠানিকভাবে ডেনিস শ্মিগালকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়। এর ফলে ইউক্রেনীয় আইন অনুসারে পুরো সরকার স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করে।

তবে বেশ কয়েকজন সংসদ সদস্য এবং বিশ্লেষক বিশ্বাস করেন, স্ভিরিডেনকোর নিয়োগ সাংবিধানিক পদ্ধতি লঙ্ঘন করেছে। ইউক্রেনীয় আইন অনুসারে, প্রধানমন্ত্রীর পদের প্রার্থীকে সংসদীয় দলগুলোর জোট বা ক্ষমতাসীন দলের গোষ্ঠীর মনোনীত হতে হবে। এর পরে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেবেন।

এই ক্ষেত্রে জেলেনস্কি ইতোমধ্যেই নিজেই প্রস্তাবটি এগিয়ে নিয়ে যান। সার্ভেন্ট অফ দ্য পিপল দল (ক্ষমতাসীন) ১৬ জুলাই সন্ধ্যায় এ নিয়ে বৈঠকও ডাকে।

ইউক্রেনীয় রাজনৈতিক মহলে স্ভিরিডেনকোকে জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়েরমাকের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। পর্যবেক্ষকরা মনে করেন, তার নিয়োগ সরকারের ওপর ইয়েরমাকের প্রভাব আরও সুসংহত করবে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]