38810

07/18/2025 মেসির জোড়া গোলের পথচলা থামল, হারলো মায়ামি

মেসির জোড়া গোলের পথচলা থামল, হারলো মায়ামি

ক্রীড়া ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১১:০০

গোলের পর গোল করছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে করেছিলেন জোড়া গোল, যা মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড। মেসির ক্যারিয়ারে ২০১২ সালের পর প্রথম। সেই অবিশ্বাস্য পথচলা শেষ হলো সিনসিনাটির কাছে মেসির মায়ামির ৩-০ গোলের হারে। এতে টানা পাঁচ ম্যাচ (৪ জয় ও ১ ড্র) পর হারের স্বাদ পেল মায়ামি।

মেসির নিজের ছায়া হয়ে থাকার দিনে আবারও জ্বলে উঠেছেন সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। মায়ামির বিপক্ষে করেছেন জোড়া গোল। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ইভান্দার।

দুটো গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৫০ ও ৭০ মিনিটে। এ নিয়ে লিগে তাঁর গোল এখন ১৫টি। তবে মায়ামির জালে প্রথম বল জড়িয়েছেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা। ম্যাচের ১৬ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার।

মায়ামির জন্য এই ম্যাচ ছিল ভুলে যাওয়ার মতো। পুরো ম্যাচেই দলটি মাত্র দুটি শট গোলপোস্টে রাখতে পেরেছে। মেসির মায়ামির আক্রমণের সুযোগ গুঁড়িয়ে দেয় সিনসিনাটির শক্তিশালী রক্ষণভাগ। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর প্রথম শটটি ব্লক করেন সিনসিনাটি ডিফেন্ডার লুকাস এঙ্গেল, আর দ্বিতীয় শটটি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোমান চেলেনতানো।

এভাবে মুখ থুবড়ে পড়ায় উদ্বিগ্ন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচের যে ফল এসেছে এবং আমরা যেভাবে হেরেছি, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা আমাদের সব সময় চাপে রেখেছিল। আমাদের খুব সহজেই তারা হারিয়েছে।’

মাচেরানো আরও বলেছেন, ‘আমার মনে হয়, আজ আমরা স্পষ্টভাবে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিলাম। ব্যক্তিগত লড়াইগুলোতে আমরা খুব একটা জিততে পারিনি। হয়তো এর একটি কারণ হচ্ছে, আমরা শারীরিকভাবে খুব ক্লান্ত ছিলাম, আর দীর্ঘ মেয়াদে সেটার খেসারত দিতে হয়েছে আমাদের।’

ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় পাঁচে মায়ামি। ৩৮ পয়েন্ট পাওয়া দলটি শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে। সিনসিনাটি পয়েন্ট তালিকায় দুইয়ে। পয়েন্ট তালিকায় মেসিদের চেয়ে এগিয়ে থাকা চারটি দলের চেয়েই মায়ামি ৩ ম্যাচ কম খেলেছে। এই তিন ম্যাচে জিতে গেলে শীর্ষে ওঠার সুযোগও আছে দলটির। মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার, খেলবে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]