38804

07/17/2025 সিরিয়ার প্রতিরক্ষা দপ্তরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরাইলের হামলা

সিরিয়ার প্রতিরক্ষা দপ্তরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০২৫ ২১:১০

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ভবনের কাছে একটি এলাকায় ভয়াবহ হামলা করেছে ইসরাইলি বাহিনী।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এসরায়েল কাৎজ সিরিয়ার সরকারকে সুয়েইদা প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। ওই অঞ্চলে সম্প্রতি সিরিয়ার সরকারপন্থি বাহিনী এবং দেশটির ড্রুজ সংখ্যালঘুদের কিছু লড়াকুর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

হামলার পরপরই প্রতিরক্ষামন্ত্রী কাৎজ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় সিরিয়ার এক সংবাদ উপস্থাপক সম্প্রচারের সময় একটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যান।

ভিডিওটির ক্যাপশনে কাৎজ লিখেছেন, প্রচণ্ড আঘাত শুরু হয়েছে।

ইসরাইল এখনো এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ঠেকাতে একাধিক সামরিক অভিযান চালিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]