38258

07/06/2025 চালের দাম সহনীয় পর্যায়ে আসবে শিগগিরই: খাদ্য উপদেষ্টা

চালের দাম সহনীয় পর্যায়ে আসবে শিগগিরই: খাদ্য উপদেষ্টা

অর্থনৈতিক প্রতিবেদক

৫ জুলাই ২০২৫ ১৬:৫৮

চালের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলী ইমাম মজুমদার বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে।’

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘গতবারের তুলনায় এবার ৩ লাখ টন বেশি চাল মজুত রয়েছে। এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে।’

সংকট নিরসনে প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘ওএমএসসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। যাতে সাধারণ মানুষকে বিপাকে পড়তে না হয়।’

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]