38054

10/24/2025 জুনের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ডলার

জুনের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ডলার

অর্থনৈতিক প্রতিবেদক

১ জুলাই ২০২৫ ১৪:৩১

সদ্য শেষ হওয়া জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রায় প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকায়)। প্রতিদিন গড়ে দেশের প্রবাসী আয় থেকেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার।

এ তথ্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশেষ করে মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার (১ জুলাই) সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২৩৭ কোটি ২০ লাখ ডলার, যা থেকে দেখা যায়—জুনে প্রবাসী আয় বেড়েছে ১৪.১০ শতাংশ।

উল্লেখ্য, গত অর্থবছরের ২৯ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড— ৩০ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা প্রায় ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ টাকা করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের পরিসংখ্যান।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]