36069

05/09/2025 খালেদা জিয়ার ভাগনে শাহরিনের হাইকোর্টে জামিন

খালেদা জিয়ার ভাগনে শাহরিনের হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক

৮ মে ২০২৫ ১৬:৩৮

দুর্নীতি দমন কমিশনের পৃথক মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।

আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়ায় জামিন দিয়েছেন আদালত।

এর আগে গত বছরের ২৯ জুন আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৯ এপ্রিল ঢাকার দুটি বিশেষ জজ আদালতের বিচারক পৃথকভাবে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]