36050

10/24/2025 মিরপুরের কালশীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দোকান

মিরপুরের কালশীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক

৮ মে ২০২৫ ১২:০৯

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশীর স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটট জিয়াউর রহমান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালিত হচ্ছে। এখানকার রাস্তার দুই পাশে জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হবে।

এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুরের কালশীর স্টিলের ব্রিজ সংলগ্ন সড়কের দুপাশে আজ প্রায় এক কিলোমিটার এলাকাসহ রাস্তায় গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]