36028

05/11/2025 কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

৭ মে ২০২৫ ১৭:১৮

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান চাঁদপুর সদরের লালদিয়া গ্রামের ফানিফ হদানিয়ার ছেলে। বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, আজ দুপুরের দিকে অসতর্কভাবে ওই বৃদ্ধ কাওরানবাজার রেললাইন দিয়ে পায়ে হেঁটে পার ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে লোকমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]