36005

05/09/2025 সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের মেলা শুরু হচ্ছে কাল

সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের মেলা শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

৭ মে ২০২৫ ১২:১৮

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) শুরু হচ্ছে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা। এই মেলা নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করবে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

৮ মে থেকে ১১ মে পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করতে পারবেন এবং নতুন ব্যবসায়িক ধারণা সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ জানায়, এবারের মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় আগত দর্শনার্থীরা এসএমই খাত সম্পর্কিত পণ্য ও সেবার বিস্তারিত তথ্য জানার সুযোগ পাবেন।

মেলায় অংশগ্রহণকারী ৭০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। এ ছাড়া, মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে সিএমএসএমই খাত ও সমসাময়িক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে, যাতে সবাই সেমিনার ও পণ্য প্রদর্শনী উপভোগ করতে পারেন। চার দিনের এই মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]