35921

05/05/2025 রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে গেল মোবাইল, বিরল ঘটনা

রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে গেল মোবাইল, বিরল ঘটনা

ক্রীড়া ডেস্ক

৪ মে ২০২৫ ১৮:৪১

খেলা চলাকালে মাঠে ক্রিকেটারের মোবাইল সঙ্গে রাখার ঘটনা বিরল। এবার কাউন্টি ক্রিকেটে তেমন ঘটনাই দেখা গেল। ম্যানচেস্টারে ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যাট করতে নেমেছিলেন টম বেইলি। সে সময় রান নিতে গেলে তার পকেটে থাকা মোবাইলটি নিচে পড়ে যায়। যে ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

গ্লস্টারশায়ার বিপক্ষে ল্যাঙ্কাশায়ার প্রথম ইনিংসে ৪৫০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। দলগত ৪০০ রান পেরিয়ে যাওয়ার পর শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন টম বেইলি। ৩৪ বছর বয়সী এই পেসার নিজের ৪০০তম উইকেটের থেকে কয়েকধাপ দূরে আছেন, এরই মধ্যে তিনি বিরল ঘটনার জন্ম দিলেন।

ইনিংসের ১১৪তম ওভারে জস শ’র বিপক্ষে রান নেওয়ার সময়ই পকেটে থেকে মোবাইল ফোনটি মাঠে পড়ে যায় বেইলির। সচরাচর কোনও ক্রিকেটারকেই মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে নামতে দেখা যায় না, কিন্তু কাউন্টি ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন এমন ঘটনাই ঘটল।

ফাইন লেগের দিকে বল ঠেলে দিয়ে দুই রান নেওয়ার সময় নন স্ট্রাইকার্স এন্ডের দিকে আম্পায়ারের কাছেই তাঁর মোবাইল ফোনটি পড়ে যায়। যা দেখে কমেন্টেটাররা বলে ওঠেন, ‘কিছু একটা পড়ে গেছে মনে হচ্ছে ওর পকেট থেকে, আমার মনে হয় এটা মোবাইল ফোন।’ এরপর ধারাভাষ্যকার আরও বলেন, ‘আমাদের কাছে বিষয়টি মজাদার বলে আমরা হাসছি, তবে এই বিষয়টা কি রিপোর্ট করা হবে? যে ব্যাটার মোবাইল ফোন নিয়েই মাঠে খেলতে এসেছিল’।

৩১ বলে ২২ রান করে টম বেইলি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তার দল ১২৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫০ রানের সংগ্রহ পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৯৬ রান তুলেছে গ্লস্টারশায়ার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে।

এদিকে, বেইলির পকেট থেকে মোবাইল পড়ে যাওয়ার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘মনে হয় ল্যাঙ্কাশায়ারের সোশাল নেটওয়ার্কিং সাইটটি ওই ক্রিকেটারটি দেখাশোনা করে, তাই ও ফোন নিয়েই খেলতে নেমে গিয়েছিল’। এ ঘটনায় বেইলির কোনো শাস্তি হবে কি না সেটি ম্যাচের পর হয়তো জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]