35876

05/04/2025 রাবির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩ মে ২০২৫ ১৭:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এ ফল প্রকাশিত হয়।

এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) পরীক্ষা ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. রোহান রহমান। তিনি পরীক্ষায় ৮৯ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৭১১১০৬৪১। তার বাবার নাম মো. আনিসুর রহমান। তিনি কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন আহনাফ ফারহান ওহি। তিনি পরীক্ষায় ৮৪.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৮১৩১১১২৯। তার বাবার নাম মো. সুজাউল হক। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন।

অ-বিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হালিমা খাতুন। তিনি পরীক্ষায় ৮০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৯১৭০০১৪৬। তার বাবার নাম মো. ইউসুফ আলী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে গত ১৯ এপ্রিল দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে ৪৮ হাজার ৮২ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৯২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৬৬৪ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৫৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ২৬৮ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩০১ জন পরীক্ষার্থী ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৯.৪৮।

পরীক্ষার দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ৮০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৯২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৬৬৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৫৬ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ২৬৮ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩০১ জন পরীক্ষার্থী ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৯.৮২।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]