30293

10/25/2025 বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৯.৯৮ শতাংশ

বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৯.৯৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৪ ১৮:৪১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৯ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাউবি।

বাউবির এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিল ৩২ হাজার ৭৫৪ জন। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রথম বর্ষের রেজাল্টের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবির এ ফল প্রকাশ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]