প্রেমে পড়ার নাকি কোনো বয়স হয় না। সেটাই যেন আরেকবার প্রমাণ করলেন ‘দ্য রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগার। ৭৯ বছর বয়সে বাগদান সারলেন এই রকস্টার। বান্ধবী মেলানি হ্যামরিকের বয়স মাত্র ৩৬।
গত নয় বছর ধরে একে অপরের প্রেমে রয়েছেন মিক ও মেলানি। অবশেষে নিজেদের সম্পর্কের পরবর্তী অধ্যায়ে সূচনা করলেন যুগল। মিক-মেলানির এমন সিদ্ধান্তে খুশি তাদের পরিবারও।
২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন মেলানি। ২০১৬ সালে মেলানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছিল। অষ্টমবার বাবা হয়েছিলেন মিক। আশ্চর্যের কথা হলো, মিকের প্রথম ও অষ্টম সন্তানের বয়সের ব্যবধান ৪৫ বছর।
মিক জ্যাগারের প্রথম সন্তানের নাম ক্যারিস হ্যান্ট। তার বয়স এখন ৫৩ বছর, জ্যাগারের বড় মেয়ে জেডের বয়স এখন ৫২ বছর! তবে সম্পর্কের মারপ্যাঁচে কোনোদিনই হারিয়ে যাননি মিক, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। প্রেমিকা মেলানি ও তাদের ছয় বছর বয়সী সন্তান ডেভেরাক্স নিয়েই সুখেই কাটছিল দিন, এবার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন শিল্পী।
সম্প্রতি এক অনুষ্ঠানে মেলানির হাতে কোটি টাকার হিরের আংটি জ্বলজ্বল করতে দেখা গিয়েছে। ঘনিষ্ঠমহলে এনগেনগেজমেন্টের ঘোষণাও সেরে ফেলেছেন মেলানি। জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘হ্যাঁ, ওরা বাগদান সেরে ফেলেছে। এখন ওরা হবু বর-বউ। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
১৯৭০ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেন মিক। সাত বছর টিকেছিল সেই সম্পর্ক। তারপর বিবাহবিচ্ছেদ। এরপর একাধিকবার বাগদান সারলেও আর কখনো বিয়ে করেননি মিক। তবে প্রেম যে আসেনি মিকের জীবনে, তা নয়। বারবার প্রেমে পড়েছেন এই ‘তরুণ তুর্কি’।
রকসংগীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্র মিক জ্যাগার। ‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো গানের জনপ্রিয় গানের নেপথ্যের তারকা তিনি। জীবনের সায়াহ্নে এসে নতুনভাবে জীবন শুরু করলেন এই সংগীত তারকা। চলতি মাসের ২৬ তারিখে বয়স ৮০-তে পা রাখবেন মিক।
 
        
      