1110

10/23/2025 আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই ২০২০ ১৪:৫৩

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘন্টা রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

গতকাল বুধবার (২২ জুলাই) সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছেন, ওই সময় সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]