10045

10/24/2025 টেনিসকে বিদায় জানালেন সেরেনা

টেনিসকে বিদায় জানালেন সেরেনা

ক্রীড়া ডেস্ক

১২ আগস্ট ২০২২ ০১:৫২

যুক্তরাষ্ট্রের ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস শেষবারের মতো খেললেন কানাডিয়ান ওপেন। যেখানে সুইস টেনিস খেলোয়াড় বেলিন্দা বেনসিচের কাছে সরাসরি সেটে হেরে বাদ পড়ে বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার টোকিয়ো অলিম্পিকে সোনাজয়ী বেনসিচ ৬-২, ৬-৪ গেমে জেতেন। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সেরেনা। পরে কোর্ট ছেড়ে বের হওয়ার সময় কানাডিয়ান ওপেনের দর্শকদের শেষবারের মতো বিদায় জানান সেরেনা।

ম্যাচ শেষে সেরেনা কান্না জড়িত কন্ঠে জানান, ‘খেলতে ভালবাসেন। তাই আবেগ কাজ করছে। তার আশা ছিল ভাল খেলার। কিন্তু বেনসিচ দুর্দান্ত খেলেছে। গত ২৪ ঘণ্টা আকর্ষণীয় ছিল। বিদায় টোরোন্টো।’জানা গেছে, বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন খেলেই টেনিসকে বিদায় জানাবেন সেরেনা উইলিয়ামস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]