বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


সিইউএফএলে বেতন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৭:৪০

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১৯:৫৮

ছবি ‍সংগৃহিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) বেতন স্কেলে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রধান ফটকে শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ বিক্ষোভে বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবি, একই কারখানার জন্য দুটি পৃথক বেতন কাঠামো চালু থাকায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। এ ছাড়া কারখানার গ্যাস সরবরাহ পুনরায় চালু করে সার উৎপাদন অব্যাহত রাখার দাবি জানানো হয়। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তারা তাদের অধিকার নিশ্চিত করতে ও উৎপাদন অব্যাহত রাখতে সব প্রচেষ্টা চালিয়ে যাবেন।

কারখানার মাস্টার অপারেটর সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে এবং শ্যামল কান্তি নাথের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য দেন- বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, সহ-সভাপতি হারুনুর রশীদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, সিইউএফএল এমপ্লয়িজ ক্লাবের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, শ্রমিক নেতা জালাল আহম্মদ, মো. আনিসুর রহমান জুয়েল ও মাহমুদুল হাসান ডালিম প্রমুখ।

সিইউএফএল সূত্রে জানা যায়, কারখানাটি চালু থাকলে দৈনিক ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা। তবে চলতি বছরের ১১ এপ্রিল গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, বেতন বৈষম্যের বিষয়ে শ্রমিকদের বিক্ষোভের খবর আমরা পেয়েছি। বিষয়টি বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top