রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার স্ত্রীর নামে দুদকের মামলা


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১৭:২১

আপডেট:
২৭ জুলাই ২০২৫ ২০:২৯

      বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি দুর্নীতি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

প্রথম মামলায় অভিযোগ আনা হয়েছে, বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা জমা এবং ১৩ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫৫৬ টাকা উত্তোলনসহ প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তাহমিদা বেগম ও তার স্বামী শেখ আব্দুল হান্নানকে। এজাহারে বলা হয়েছে, তাহমিদা বেগম জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি, তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে এসেছে তদন্তে।

দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৬ মে আদালতের নির্দেশে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের নামে থাকা সম্পদের মধ্যে খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলায় ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন সাততলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ শতকের বেশি জমিসহ দুটি দলিলভুক্ত জমি ক্রোক করা হয়। একইসঙ্গে ফ্রিজ করা হয় তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাব।

গত ৫ মে শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top